একটি গোলাপ রাঙা….  

দৃষ্টি  ?
পারাপারহীন অসীমের দূর দিগন্তের দিকে ...

মন ?
আকাশে উড়ে
আকাশকে স্পর্শ করে  
ঘুরে কল্পনার  স্বপ্নিল দুনিয়াতে …

হৃদয় ?
কোমল ফুলের চেয়েও ..
ভোরের বেলার শিউলির পাপড়ির
শিশির মুক্তোর চেয়েও…
আর শীতল
পাহাড়ি ঝর্নার জলের  চেয়েও..

হৃদয়ে চট ?
উদ্গিরণ উত্তপ্ত লাভা  হৃদয় থেকে
স্তব্ধহীন.....

কলিজার বিস্ফোরণে
সাদা পাতা ভরে যায়
বজ্র কণ্ঠের ধ্বনির রক্তে …

অবহেলিত, অনাদৃত
তবুও বেঁচে থাকে শির উঁচু করে
চূর্ণ-বিচূর্ণ  হৃদয় জোড়ে নিয়ে নিয়ে    
পৃথিবীর বুকে …..

কবি সে…

---------------------------------------------
Dr Pritish Chowdhury   27/12/2017