যে প্রেমের নেই কোনো অন্ত
তার বা কেন মধুর সমাপ্তি ?
হয়রান আমি তোমার প্রেমের সংজ্ঞায় !
তুমি ভাবছো -
আমি তোমার ব্রজধামের রাধা ?
বিরহের আঘাতে ক্ষত বিক্ষত শরীর নিয়ে
কাটিয়ে দেব সারাটা জীবন জ্বালিয়ে প্রেমের প্রদীপ
তোমার প্রতীক্ষায় ?
ভস্মীভূত হোক আমার দৃষ্টির অগ্নিতে
পৃথিবীর সমস্ত `এনার্জি ভ্যাম্পায়ার’
তোমার মতো ..
দৃষ্টি আমার সাগর আর নদীর সঙ্গমস্থল
মোহনার দিকে-
বিরহের দাবানল নির্বাপিত যেখানে আমার
নতুন প্রেমের সন্ধানে ..
-------------------------
Dr Pritish Chowdhury 21/10/2018