এই পথ দিয়েই   নাকি
আমরা এসেছিলাম সভ্যতা খোঁজে
এই পৃথিবীতে ?                                                
টাইম মেশিনে সম্ভব থাকলে                                
নিয়ে যেতাম তোমাকে দেখাতে
সভ্যতার সেই ভোরের বেলার পৃথিবীটা !                  
না ছিল দেশ, না মহাদেশ,
একেই সব মানুষ I

মহাকাশ বিজয়ী
আজকের মানুষ
ধৰ্ম, জাত-পাতের রাজনীতির জয়াল নাগপাশে      
যেন আলিঙ্গনাবদ্ধ I
ভিন্ন আমরা,  ভিন্ন আমাদের মন
যেন পদার্থ, প্রতি-পদার্থ
কাসা -কাসি  হলেইতো
মহাবিস্ফোরণ I

বন্দুক, বারুদ, গ্রেনেডের ধোঁয়াতে
আজতো সভ্যতার অগ্নিস্নান,
কাঁচা রক্ত দিয়ে হোলি খেলে
ভোর আনবার অহরহ প্রচেষ্টা (?)
আজকের  মানুষের I

ভোর আসবে কি কখনো
আর এই পৃথিবীতে,
অন্ধকার বিনাশ করে
শান্তি ও মানবতার জ্যোতি নিয়ে ?

সভ্যতার গ্রাফের সেই উর্দ্ধমূখী যাত্রাতে            
যেন থমকে গেছে,                                                  
উত্তর খোঁজে তার
আজকের পৃথিবী I

----------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  03/05/2017