প্রতি নিয়ত ডুবতে দিয়েছি
নিজেকে, পৃথিবীকে
বিষাক্ত  হলাহলে ...

প্রয়োজনাধিক্য অনেক কিছুরেই  আজ
বিষময়  দৃষ্টি আমাদের দিকে ...

শহর, নগর, গ্রামের    
রাস্তা-ঘাট, দোকান -বাজার, হোটেল-রেস্তোরা, নলা-  নর্দমা-
হ্রদ, জলাশয়, নদী, উপনদী  
পাহাড়-পর্বত,
সাগর, মহাসাগরের  বক্ষে -
মহাশূন্যের বক্ষেও -
বিষাক্ত লাভার  উদ্গিরণে
চিরাচির পৃথিবীর দেহ  ...


তুমিতো  ছুটি  নিতে পারো সেই সবগুলো থেকে..

আর পৃথিবীটা ?

থাকবেতো সে রোগাগ্রস্ত হয়ে তাকিয়ে
প্রজন্মের পর প্রজন্মের দিকে তোমার-
অনন্তকাল অসহায় দৃষ্টিতে….

হায়! আধুনিক সভ্যতা !

--------------------------------------------------
Dr  Pritish Chowdhury       25/05/2018