হাওয়ার মুখে ফেরা -
তীব্র অসহিষ্ণুতার কথা শুনে,

মাটিরাও জেহাদি আজ ।

কোন ফসল ফলাবেনা তারা,
একটা বীজ থেকেও অঙ্কুর বের হবেনা আর
          মাটির বুকে।

   অনেক সয়েছে তারা,
  অনেক দিয়েছে -
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, রেনেসাঁস
সবার জন্য মুক্তির স্বাদ।

  সইবেনা  আজ আর
তীব্র অসহিষ্ণুতার-রক্তবৃষ্টি, মৃত্যুর কলরব,
ঐতিহ্যের শরীর থেকে ছিঁড়ে ফেলা
    পাতার করুন আর্তনাদ,

তাই মাটিরাও জেহাদি আজ।