একদিন অজানা স্রোতে ভেসেছিলে তুমি -
অচেনা অস্তিত্বকে খুঁজে নেবে বলে,
পথের দু - ধারে ফেলে এসেছিলে -
শৈশবের ধূলোঘর, মান অভিমান, জীবনের
ছেঁটে ফেলা সুখ ও সময় ।
খুঁজে নেবে একটুকর মাটি,
ঋজু হয়ে দাঁড়াবে.........
মাটিই তো সব, যার জন্য -
মৃত মানুষের ঢল, যুদ্ধ যুদ্ধ খল ,
ভেঙে দুখন্ড, বঙ্গভঙ্গ ।
ইরাক, লিবিয়া কিংবা প্যালেস্টাইন ।
জলস্রোতে ভেসে যাওয়া সময়
কালবৈশাখী কত বার, মাঝে মাঝে
ঝিকিমিকি রোদ, স্বপ্ন দেখায় ,
অস্তিত্বের জন্য খনন চলতেই থাকে.......
অবশেষে একটুকর মাটি, তার উপর
অস্তিত্বের চারাগাছ, শেকড়ে মাটির টান পায়,
বুকে বল পায়....
একদিন ঠিক দিক বলেদেবে
কোন পথদিয়ে যাবে -
জীবনের সময় ........