বেহায়া ফাগুন এসে -
গাছেদের শরীর জুড়ে
রঙের মাতন লাগিয়ে যায় ।
পোড়ামুখো ভ্রমরের গুন গুন সারা দিনমান,
আশা জাগে - ফল, ফলের ভিতর সজীব স্পন্দন,
নতুনের সম্ভবনায়.....
সৃষ্টি সুখের উল্লাস সমস্ত শরীরে ,
দিন, মাস, বছর পেরিয়ে কত ফাগুন
চলে যায়.....
শেকড় থেকে শেকড়ে যন্ত্রনা ছড়িয়ে যায়,
এক বুক হতাশা ,
দঁড়িয়ে থাকে শুধু পরিচয় টুকু নিয়ে ।
ফুল গুলি টুপ টুপ ঝরে যায় ,
বৃন্ত ছেঁড়া অব্যক্ত যন্ত্রনায়
নীরব কান্নায় ভিজে যায়
গাছেদের বুক ।
ঋতুচক্র বয়ে যায়......
কেউ বুঝতেই চায়না ফল না হওয়া
গাছেদের দুঃখ, যন্ত্রনা ।
ঋতুমতী মেয়েটিও প্রতিদিন
একটু একটু করে কুঁকড়ে যায়,
সৃষ্টির বিফলতায় ।