যে গ্রীষ্মে তুমি খুঁজেফের কাল বৈশাখী
কিংবা চাতক বারি , কষ্ট অবসান ,
সে, দহন আমি জমিয়ে রাখি এ বুকে
সত্যকে ছুঁয়ে নিতে পারি আবহমান ।
যে শ্রাবনে তুমি শুধু প্রেম প্রেম খেল
জানি ভুলে যাও চরাচর , আনমন,
সে বৃষ্টিতে আমি সব টুকু ভিজি, তবু -
জমিয়ে রাখি দু -চোখে জল, প্রাণমন ।
যে পৌষের রোদে তুমি শীতঘুম দাও
দু -চোখে স্বপ্ন, ভালোলাগা দিনমান,
সে রোদ আমি ও গায়ে মাখি, ভালোথাকি
আমাকে শোনায়, নতুন ফসল গান ।
ভালোবাসা ও গো তুমি জানি চিরন্তন
জুড়ে থেকো আমার এ, বাসন্তীকা মন।