ইচ্ছে করে, বেদুইন হই,
কুড়িয়ে আনি রঙিন পালক।
পরিয়ে দিই তাঁর মাথাতে
মেলতে চায় যে আলোর পলক।
হারিয়ে যাওয়া পথের শেষে
মাটির গহীন বুকের মাঝে,
একটি দুটি জোনাক হাতে
আসছে কে ও নতুন সাজে।
আকাশটা আজ নামছে নিচে
উড়ছে ধুলো, ছুটছে বাঁধন,
ফুলের বেণী খোঁপার সাজে
পাল্টে যাচ্ছে সমীকরণ।
ঐ যে দেখ রেলগাড়িটা
ছু -টছে আজ নিজের বেগে
সে কি হয়, এক দিনেতে
বিবর্তন - না এগোলে।
আজ আমি ভাঙছি দেখ
গড়িয়ে নিচ্ছি নতুন কিছু,
ভুল আর ঠিকের মাঝে
চলে এসো আলোর পিছু।
ছুঁয়ে নেব রামধনু রং
হব ঠিক বৈরাগী মন,
আতুর ঘরে নতুন আলো
বিভেদ ভুলে জ্বলবে যখন।