যে পাখিটা -
পাহাড়চূড়া থেকে মেঘের -
গর্ভবতী হওয়ার খবর, প্রথম এনে দিয়েছিল,
মাটির কানে কানে।
সেই পাখিটাই বুঝেছিল
মেঘের দুঃখ একাকীত্বের যন্ত্রনা
অবশেষে,মেঘেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে,
প্রথম বৃষ্টিফোঁটা ছুঁয়ে ফেলে
মাটির গভীর বুক।
আর মেঘটি একা হয়ে যায়
·একদম একা....
সেই পাখিটাই,
মেঘেের কান্নায় ভিজে ভিজে -
ভেজা ডানায় করে,
মেঘকে নিয়ে যায়
নতুন কোন পাহাড় চূরায়,
নতুন স্বপ্নের খোঁজে ......