যখন তুমি প্রতিদিন, নরম বিকেল,
প্রিয় দক্ষিণের বারান্দায়, বেতের দোলনায় বসে
দামি কাপে তরল চায়ে চুমুক দিতে দিতে
নিজের সুখের প্রতিচ্ছবি দেখে, এক পরম তৃপ্তি অনুভব কর।
ঠিক তখন, আমি গুটি গুটি ঘর থেকে বারান্দা হয়ে,
বাঁধান উঠন পেরিয়ে , ফটক খুলে রাস্তায় -
রাস্তা পার হয়ে, অবুজ ঘাসেদের ছোঁয়া পেতে পেতে
ধুলো পথে নেমে যাই উলঙ্গ পায়ে।
ধুলোয় মিশে থাকা বালি কাঁকরের স্পর্শ,
ধুলোর অস্তিত্ব জানান দেয়।
আমার সমস্ত শীরর স্পন্দিত হয়,
যা আমার প্রতিদিন বেঁচে থাকার ইচ্ছে টাকে -
বাঁচিয়ে রাখে।