আলো আঁধারির আলোর শেষে
দাঁড়িয়ে আছি অন্ধকারে,
নিনাদ বাজে নিনাদ বাজে
যুদ্ধ সাজে কি উল্লাসে ।
আলোর সকল ফুলকি তারা
তলিয়ে গেলে কোন অতলে,
জীবন দেখি কেবল একা
দীর্ঘশ্বাসের সংখ্যা গোনে।
আঁধার শেষে আলোর রেখা
পরবে জানি মাটির পরে,
ইচ্ছেগুলি মেলবে ডানা
স্বপ্নলোক সত্যি করে ।