দ্বাপর থেকে কলি -যুগে যুগে তুমি,
লালসার বীজ ছড়িয়েছ আমার গর্ভে।
আমার বিশ্বাস কে তোমার লোভের আগুনে,
জ্বালিয়ে পুড়িয়ে সাদা ছাই করে উড়িয়েছ।
কুন্তী যা পারেনি, পারেনি তার -
মাতৃত্ব কে স্বীকার করতে,
গোপন অশ্রুতে ভরিয়ে ছিল যমুনা।
আজ, আমি পেরেছি -
সে বীজে বপন করেছি এক অমৃত প্রাণ,
একদিন হবে মহীরুহ।
সমাজ আমাকে ত্যাগ করেছে,
করেছে সংসার, শক্তি হারাইনি এতটুকু।
সম্মান করেছি আমার নারীত্বের,
তীব্র বিদ্রুপ করতে চেয়েছি ঐ লালসার,
প্রতিবাদ করতে চেয়েছি সংসার ও
আধুনিক সমাজের নির্মম ফতোয়ার,
যা কেবল একলা নারীরই জন্য।
চেয়ে দেখ আমি লজ্জায় ঘেন্নায় কুঁকড়ে যাইনি,
ধুয়েমুছে সাফ্ হয়ে ধর্ম পত্নী হইনি -
আবার আস্তাকুরে ফেলে আসিনি আমার মমত্ব।
আমি মা হয়েছি 'মা '
এক বুক মমত্বে ভরা -
এক আধুনিক একাকিনী মা।