চলো ইট, কাঠ, ধোঁয়া থেকে ছুটি নিয়ে
জলজ হয়ে যাই,
ছুঁয়ে দেখি জীবনের অন্য মুখ।
ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে যাক
বুকের উথালি পাথালিকে।
দূরে অস্তরাগে মিশে থাকা মুখ
পায়ে পায়ে এগিয়ে আসা ধূসর সন্ধ্যায় -
জোয়ারের গভীর টানে ছোট্ট নৌকোর ভেসে যাওয়া,
শেষ বার শৈল্পিক জাল ফেলা
এঁকেনি মনের ক্যানভাসে।
ক্লান্ত দিনের ফিরে আসার আশ্বাসের,
স্নিগ্ধ আবেশের মাঝে আবার খুঁজেনি -
দুজন দুজনাকে ।