দেখতো চিনতে পার কি আমায়?
প্রাণে প্রাণে নতুনের ছোঁয়ায়,
আমি নবীনা
আমি বৈশাখী।
দু - হাতে আমার প্রলয় খড়্গ
দু - চোখে বজ্র নিনাদ,
আমি তান্ডবি
আমি আল্লাদি।
ধ্বংসের মাঝে বীজ বুনে চলি
জীর্ণ বিনাশী আমি,
সৃষ্টি সুখের উল্লসী আমি
আমি ভৈরবী ।
জীর্ণ সংস্কৃতির কানে কানে আজ -
বীজ মন্ত্র গাই বার বার,
শিমুল শুভ্র সু - চেতনার ।