ছুটন্ত শরীর মাঠ, ঘাট, গলি পেরিয়ে
চেনা মুখ গুলোকে ছিটকে ফেলে
খুঁজে নিতে চাইছে -
এক মসৃণ রাজপথ,
দাম দস্তুরের সীমানা ছাড়িয়ে -----।
আমি তুমি বার বার পিছলে পড়ছি-
দামের মসৃনতায় ।
অগত্যা, খুঁজে নেওয়া গলিপথ ধরে
জীবন চক্র বয়ে যায় ।
স্বপ্নের জাল বোনা সুত কেটে যায়
দামের ওঠা পরায় -----।