একটু একটু করে -
রহস্যের পর্দা সরিয়ে ,
পৃথিবীর বুক জুড়ে
ভোরের ছবি আঁকছে তনুসূর্য ।
কামুক রাত্রির -
মোহের আলিঙ্গন ছাড়িয়ে,
ভোরাইয়ের গন্ধে জেগে উঠছে
ঝাউদের শরীর ।
সমুদ্র ঢেউয়ের পানসি
বালিয়াড়ি কানে কানে
কথামালা গেয়ে যায়।
মুক্তো হারা ঝিনুকটি ইতিউতি
খুঁজে ফেরে ফেলে যাওয়া ছায়াপথ।
ঝিনুকের কান্নায় ভিজে যায়
বালুকার ছবিঘর।