মহুয়া মেয়ে হাতছানি দেয় সংগোপনে
উড়িয়ে ধুলো উতল বাতাস পথ খুঁজে যায়,
ঝুমুরঝুমুর নূপুর বাজে কোন সুদূরে
চৈতালি চাঁদ জ্যোৎস্না ছড়ায় সেই আবেশে।
বনবনানি ঘর গেরস্থ এমনি গোছায়
সে এক কবি কাব্য লেখে বিমুগ্ধতায়,
বুকের মাঝে সমুদ্র ঢেউ একলা চলা
আমি কেবল ফুটিয়ে তুলি চিত্র কলা ।