তুমি বলেছিলে,
তোমার ভালোলাগে সোনাঝুরি রোদ্দুর,
বৃষ্টিভেজা ঘাসেদের হাসি, নদীতীর,
বুনো হাঁসদের পালকে অবিরাম ঠোঁট ঘষে চলা,
এমনকি, ধুলোর সাথে উড়ে চলা টুকরো কাগজও।
ঘরের সমস্ত জিনিসের মধ্যে,
ছোট্ট টিকটিকির ঘোরা ফেরার ভঙ্গিমা।
আমি বলেছিলাম,
তোমার কবিতায় প্রকৃতির সব রং পাই
কিন্ত মানুষ কই!
তুমি বলেছিলে,
প্রকৃতি দিয়ে যায় সীমাহীনতা ;
মানুষ কেবল হিসেব চায় অবিরত।