কত শত ফাগুনের অাহ্বানকে উপেক্ষা করে
সবটুকু ভালোবাসা নিয়ে ছুটে গেছি তোমার কাছে।
তুমি আমায় নিয়ে কবিতা লিখেছ, লিখেছ উপন্যাস,
তোমারই মানস চোখে এঁকেছো আমায়
তোমারই রং তুলিতে।
আমাকে চেয়েছো একান্ত একান্তে
হৃদয়ের চরম উন্মাদনায়,
কালরাত্রির শেষ প্রহরের নিদারুন যন্ত্রনায়।
আমি কৃপনতা করিনি একবারও,
এগিয়ে চলেছে কালের প্রবাহ
আবহমান কাল ধরে।
তুমি তোমার আপন সৃজন থেকে ফিরেও তাকাওনি
আমারও যে রূপ রস গন্ধ আছে; যা দিয়ে ভরিয়ে তুলতে পারি পৃথিবীকে, তোমাকে।
তোমারই তুলির টানে কেবল পাল্টে পাল্টে এঁকেছো আমায়,"
যেমনটা তুমি চাও।