সমাজের শরীর বেয়ে,
সৃষ্টির অাদি থেকে পথ পরিক্রমা করতে গিয়ে
বারবার রক্তাক্ত হচ্ছে সভ্যতার রাজপথ।
অায়নার সামনে দাঁড়িয়ে,
নিজের প্রতিবিম্ব দেখে
লজ্জায় ঘেন্নায় শিউরে উঠেছি;
হৃদপিন্ড, ফুসফুস, যকৃত সব
বিচ্ছিন্ন করে রেখেছি নিজেরই সার্থের জন্য।
ধুকতে থাকা সমাজের শরীর বেয়ে
দুর্বল অঙ্গগুলি সবল হতে চাইলেই
অাঘাত হেনে চলেছি অনায়াসেই।
তবুও সৃষ্টির অাদিম মানুষেরা
কবিতা লিখে চলছে, খুঁজে চলেছে অালোর উৎস।
অন্ধকার গলিকে অালোকিত করতে
প্রদীপ জ্বেলে চলেছে, পূর্ণতা দেবার অাশায়।