ঠিক মনে নেই,
যৌবনের গোড়ার দিকে
প্রথম যে দিন
তুমি তোমার স..বটুকু
আবেগ ও উচ্ছাস দিয়ে
আমাকে স্পর্শ করেছিলে,
সেদিন থেকে আজও-
এই অশীতিপর বয়স পর্যন্ত;
প্রত্যেক শ্রাবণে আমি তোমার
রূপ ও স্পর্শে রোমাঞ্চিত হই ।
দুবাহু বাড়িয়ে যখনই তোমাকে
নিজের করে পেতে চেয়েছি
অমনি, খিলখিলিয়ে হেসে
আকাশের কোন অন্তরালে
কোথায় যে চলে যাও
আজ ও বুঝে উঠিনি ।
সবাই আমাকে বৃদ্ধ বট বলে,
আর তুমি আজও-
সেই তন্বী বৃষ্টি ।
পঃবঃ , ভারত ।