পূ্ব আকাশে আঁধার এলো
পশ্চিমেতে অস্ত গেল,
গাছের পরে নামল এসে
কালো মেঘের ছায়া ।
মাঠের যত দুষ্টু ছেলে
খেলছিল সব আপন মনে,
সাঁঝের বেলা একে একে
ফিরেও গেল তারা ।
আমিই শুধু রইনু বসে
দ্বার খুলে মোর প্রদীপ জ্বেলে
আসবে কখন সে, যে আমার
হৃদয় পাগল-পারা ।
পঃ বঃ , ভারত ।