গ্রামীণ দুঃখ জমছে
গমের শীষের ডগায় ,
মেঠো পথের বাঁকে ভিড় নেই আর ;
রোদের আসা যাওয়া ছুঁয়ে
জমাট আড্ডা -
ভুলে গেছে কালভার্ট ।
শহরের জৌলুসে সাবালক গ্রাম্য চোখ
মোহাচ্ছন্ন আজ !
তবুও কড়াইশুঁটি হেমন্তের গান গায়
ভোরের শিশির বুকে নিয়ে ,
ঝিম ধরা ভ্রমরের ঘুম ভাঙায়
সরষে ফুল রং দুলিয়ে ।