মরণ ছায়া
    পরলো হেলে
        অবশেষে
            প্রিয় মুখে
                ঐ হৃদয়াকাশে,

আসলো ও সে
    কালের বেশে
        অকালেতে
            নদীর স্রোতে
                বাঁশের ভেলায় ভেসে!

হৃদয় মায়া
    শূন্য হলো
        কোন সে অক্তে
            অক্কা পেলো
                জানিনেতো আমি!

আপন ঘরে
    গেলো চলে
        মায়া ছেড়ে
            সবই ভুলে
                বুঝিনিতো আমি।

"বাবা" বলে
    কাদলো ছেলে
        বুঝলাম পরে
            সেই ক্ষণেতে
                রিক্ত হৃদয় তপ্ত।

শোকের ছায়া
    সবার মনে
        অশ্রু মায়া
            দু'নয়নে
                ঝরলো অবিশ্রান্ত।