আশালতা, তুমি দিয়েছিলে মোরে
তোমাকে পাবার আশা ভরা বাণী।
অবশেষে তুমি দিলে না গো দেখা
দু'চোখে আমার ঝরালে গো পানি।
ওগো আশালতা, দিয়ে মোরে ব্যাথা
কি বা সুখ পেলে বলতে কী পারো?
আমাকে কাঁদিয়ে, দুচোখ ভাসিয়ে
ঐ জলে তুমি তরী হতে পারো?
বাঃ আশালতা বাঃ, বাহবা তোমাকে
আশা দিয়ে তুমি কাদালে আমাকে।
ছলনাই যদি করবে গো তুমি
তবে কেন মাথা রেখেছিলে বুকে!
------------ (মাত্রাবৃত্ত ছন্দ)