রবি ঠাকুর
তুমি আসবে আবার কবে?
চৈত্রের প্রখর রোদে,
নাকি বৈশাখের উৎসবে?
নাকি গ্রীস্ম ঋতুর পরে
বৃষ্টি মুখর দিনে,
আসবে তুমি ওহে
জুঁই-চামেলীর বনে।
নাকি বকুল-যুঁথির গন্ধে
আসবে প্রাণানন্দে।
শরতের কাশবনে
গান গেয়ে গুঞ্জনে।
রবি ঠাকুর
তুমি কবে আসবে?
শরৎ শেষে, হেমন্ত বিকেলে?
নাকি শীতের পরে, বসন্ত সকালে?
জীবনের যৌবনে
এক ঝাঁক গল্প নিয়ে?
নাকি কুমারীর মৌবনে
প্রেমের কাব্য হয়ে?
রবি ঠাকুর
তুমি আসবে আবার কবে?
তোমার জন্য ব্যকুল হয়ে
বসে আছি মোরা সবে।
-----------------------------
(স্বরবৃত্ত ছন্দ, অতিমাত্র-২, উপপর্ব -১) প্রকাশ : ১০ আগস্ট '১৯ খ্রী: