বন্ধু বল যারে ‘বন্ধু’ কি সে হতে পারে।?
ভাবিয়া দেখ না পাবে এক আপনারে।
কার পিছু ঘুরে জ্বলিছ জনম ভরে,
আপন ভাবিয়া কি হে পাইলে উদ্দেশ?
বিধাতার পরে ‘মা’, তাঁর’পর কেহ না,
নিশিতে দেখি ভবে আপন তিনিও না।
আমার বন্ধু ‘আমি’ বাকি সবে ছলনা
বন্ধু খুঁজিয়া শুধুই পেলেম বিদ্বেষ।
ন্যাংটা অবয়বে এলেম মায়ের দ্বারে
চলিলেম কাহার পানে সে’ত জানি না।
নিত্য কহি যারে তুমি বিনে এ সংসারে
কে আছে বন্ধু ধরায়। আমায় ভুল না।
মেঘ কান্না করে, পরিলে প্রবল ঝড়ে
আপনার ‘আপন’ ‘আমি’, ‘বন্ধু’ কেহ না ।
(সনেট)