একটা ঢিলছোঁড়া দূরত্বে আমার বাঁচার শেষ রসদ!
কতগুলো শকুন উপর থেকে নজর রাখছে আমার আঙ্গিকের উপর।
সামান্যতম বদান্যতা দেখাতে রাজী নয় তারা!
তবুও আমি দৃঢ়চেতা!
কারণ এই একটুকরো মাংসই সম্বল!
আরো কিছুক্ষণ লড়াই করতে হবে।
অন্তিমকাল না আসা পর্যন্ত
রণক্ষেত্র ত্যাগ করা ভীরুতার পরিচয়।
একটা শেয়াল তার জিভ লকলকে!
অনতিদূরে দাঁড়িয়ে আছে
লালসা ভরা দুটো চোখ-
আমার জীর্ণ বস্ত্র বিদীর্ণ করে ,
সোজাসুজি হৃদয় কোটরে প্রবেশের অপেক্ষায়!
জিঘাংসার পৃথিবীতে মানুষ বলতে আমি একা,
এই হতভাগ্য ধরণী পারল না আমার প্রজাতিকে রক্ষা করতে।
চারিপাশে যত জীব আছে তাদের অবয়বটা ঠিক মানুষের মতোই,
তবু তারা অন্য এক হিংস্র প্রজাতি।
আমার জীবনী শক্তি ফুরিয়েছে
মৃত্যুর কোলে ঢোলে পড়ার আগে তোমার আঁচল পেতো।
সেখানে মাথা রেখেই তৈরি হবে আমার কবর।
কথা দিলাম এবার যখন ফিরব,
রক্তিম নয়, সবুজ হবে আমার একমাত্র নির্যাস।।।