স্মৃতির পাতা থেকে
পৃথা চ্যাটার্জী
আস্তে করে বলছি শোনো তোমায়।
একটু না হয় বসলে পাশে আমার।।
কত্ত কথা লুকিয়ে মনের কোণে!
হয়নি বলা রোজের ব্যাস্ত দিনে।
দিয়েছিলেম কথা দুজন দুজনাকে।।
রাখবো ধরে আলতো করে বেঁধে!
সবকিছু আজ স্মৃতির পাতায় পড়ে।
পরে নাকি একটু ও আর মনে?
আগলে রাখার যত্ত প্রতিশ্রুতি!
দিয়েছিলে শুধুই খেলার ছলে?
দায়িত্ব ছিল অনেক আমি জানি ।
শুধু আঁকড়ে রেখো উষ্ণ আলিঙ্গনে।
তোমার কাছে এই ছিল তো চাওয়া।।
জানি আমি আমায় যে আজ পড়ে না আর মনে।
হারিয়ে গেছে আজকে অনেক কিছু।
কি দিয়েছ? প্রশ্নবাণের তলে।
হাতের উপর হাতটি রেখে সঙ্গে চলার শপথ।
সেও তো আজ কালের পাতায় বিলিন।।