সময়ের স্রোত বইছে কেবল
পেরিয়ে যাচ্ছে দিন
ছোট্ট বেলার স্কুল বাড়িটা
আজকে যে রঙহীন
ছুট্টে গিয়ে আম কুড়ানো
কালবৈশাখীর ঝড়ে
খেলার মাঠের হুটোপুটি
ভীষণ মনে পড়ে
কুমীর ডাঙ্গা, পুতুল খেলা
হারিয়ে গেছে আজ
হারিয়ে গেছে সময় স্রোতে
পুতুল বৌয়ের সাজ
হারিয়ে গেল আমের আচার, কদবেলেরই টক
আজকে হাতে সবার শুধু ককটেল আর মক
বন্ধু ছাড়া হতাম বুঝি ভীষণ নিরুপায়
জুতো ছাড়াও পথ হেঁটেছি, লাগেনি তো অসহায়
বৃষ্টি দিনে একই ছাতায় সেই যে মজার দিন
অনেক খুঁজেও আজকে বলো কোথায় পাবো আর
হারিয়ে গেছে শৈশব আজ বাস্তবতার ভিড়ে
তবু ও তোমায় শৈশব আজ, ভীষণ মনে পড়ে