নারিকে যে পণ্য করো
সেই নারীরই গর্ভকে যে
প্রথম তুমি ভরসা করো।

গর্ব করো পুরুষ বলে
পুরুষ সেতো হয় না বড়
নারীর শরীর খুবলে খেলে।

ভালোবাসো আগলে রাখো, সন্মান দাও তারে
তবেই তো এই মানব সমাজ বাঁচতে যদি পারে।

পুরুষ তুমি!!দশটি মাসের যন্ত্রণাতে
তবেই দেখো ধরিত্রীকে।

নারী যে তার সকল ভুলে
আগলে রাখে তোমার সকল কিছু
তাকেই তুমি ভোগ্য করো
করিয়ে মাথা নীচু?

ঘুন ধরা এই সমাজটাকে
পারবে নাকি বদলে দিতে
পারবে নাকি নারীকে তার যোগ্য আসন দিতে?

পারলে পুরুষ তুমিই পারো
নতুন করে সমাজ গড়ো।