বাপ বাপ ডাকে প্রাণ
কলমের গুতোতে
হিজিবিজি কি যে লেখে
ভুলভাল ঢঙ্গেতে
হায় হায় করে মন
প্রাণ বুঝি গেলো রে
আজ কাল কি যে লেখে ও পাড়ার হুলো রে
ক্যাও ক্যাও, ম্যাও ম্যাও, হড়কড়ো হাম্বা
মন দিয়ে কি যে লেখে, ফেলে শ্বাস লম্বা
শুনে হায় প্রাণ যায়, কোথা যাবো ভাবিরে
এই বুঝি উড়ে গেলো আজ প্রাণ পাখি রে
পায়ে পড়ি ওরে হুলো
লেখা তোর থামা রে
আছিস কে কোথা ওরে
বাঁচা আজ আমারে