পড়ে মনে? না পড়ে না
চোখের কোণে? জল জমে না
এখন শুধু ? বাঁচার লড়াই
জমা আছে? অনেক কথাই
আর কি এখন? না, যায় না বলা
সব কি তবে? পুতুল খেলা
আমি তুমি? অতীত ওসব
সামনে শুধুই? এই বাস্তব
যায় না ভাবা? নতুন করে
ভয় পেয়ে যাও? ঘুমের ঘোরে
চোখে কাজল? আর পরি না
স্বপ্নে দু চোখ? আর ভাসে না
ভ্রূর মাঝের? টিপটা উধা
অন্য কিছু? থাকলে সুধাও
বদলে গেছো? অনেক আগে
মন ভরে না? অনুরাগে
করছো কি আর? চাকরি বিশাল
একাই আছো? তা বহুকাল
গাড়ি, বাড়ি? সবটা দামি
আজকে শুধুই? আমার আমি
দায়িত্ব ছিল ? দুজনারই
রাখতে সেটা? কেউ পারিনি
এবার তবে? হ্যাঁ যাওয়া যাক
বাকি কথা? বাদ থেকে যাক
এবার আমি? আসি তবে
এসব কথায়? আর কি হবে
একটা কথা? মনে রেখো
পারো যদি? ভুলেই থেকো