ওই দেখ আকাশে-
কত তারা ভিড় করেছে,
আজ কি তবে -
কোনো মেলার আসর বসেছে?
সবাই মিলে কেমন
টিম্-টিম্ জ্বলছে ;
কি জানি-
ওরা কি কথা বলছে।
আমিও যেতে চাই ওই
আকাশের মেলাতে,
নিয়ে যাস আমায়
শেষ বেলাতে।।