যেখানে সূর্য কখনো ডোবে না,
ভোরের সকাল আর
পরন্ত বেলার আলোর মতো রয়ে যায়-
চল সেথা যাই।
যেখানে বৃষ্টি কখনো থামে না,
মেঘের পর মেঘ গলে যায়
তবু সে ফুরায় না-
চল সেথা যাই।
যেখানে চাঁদ সর্বদা গোল থাকে,
তার আকার কখনো হারায় না
সারাক্ষণ শুধু জ্যোতি দিতে ব্যস্ত-
চল সেথা যাই।
যেখানে অন্ধকার কখনো নামে না,
যে শহর রাত্রিতে যান্ত্রিক আলো ব্যতিরেকে
জোনাকির আলোয় আলোকিত হয়-
চল সেথা যাই।
কিন্তু এই সবকিছু একসাথে-
কোথাও খুজে না পাই।
তবে বল-
আমি এখন...কোথায় যাই?