আমি আজকাল
নিজেই নিজের মধ্যে বাঁচতে চাই;
প্রতিটি মুহূর্তে
নিজের অস্তিত্বকে খুজে বেড়াই।
কোথাও যেন হারিয়ে ফেলেছি নিজেকে,
কোনো এক গোলকধাঁধাঁর অন্ধকারে।
দিন গেল,মাস গেল-
কেটে গেল কত বছর।
কিন্তু আজও সে রইল-
অধরাই।
তবু ক্লান্ত হয়নি কখনো,
তাকে খুজে চলেছি এখনো।
সময়ের সাথে বদলায়নি কোনোকিছুই,
বদলেছে শুধু বাঁচার কারণগুলোই।।