ওরা বলেছিল, সুদিন আসছে, কাটবে অন্ধকার,
আমিতো ছাপোষা, ভাবিনি কিছুই, ছিলাম নির্বিকার।
ওরা বললো সমাজবাদীরা দেশদ্রোহী, ভীষণ ভয়ঙ্কর,
আমিতো ছাপোষা,ভাবার কি আছে, তাইতো নির্বিকার।
ওরা বললো বামপন্থীরা জাতি-শত্রু,খতম করতে হবে,
আমি ভাবি,আমিতো ছাপোষা, আমার কি ই বা হবে,
ওরা বললো মুসলিমদের তাড়াতে হবে,যত নষ্টের গোড়া,
আমার তাতে কি বা যায় আসে,যা পারে করুক ওরা,
এরপর ওরা আরো কত কি করে, আমি সেই নির্বিকার,
নির্ভয়ে আছি, আমি যে ছাপোষা, কি হবে আমার!
আজকে হঠাৎ আমার দরজায় শুনি ওদের কড়ানাড়া
আমার ঘর ও কেন জানিনা ভাঙতে চাইছে ওরা!
প্রানপনে আমি চিৎকার করি, ডাকি আছে যত চেনাশোনা,
কেউ আসেনা,ওদের ঘর তো আগেই ভেঙেছে, আর কেউ আসবেনা।