সত্যের অনুসন্ধানী মোরা সংবাদকর্মী
সত্য প্রকাশে সর্বদা অবিচল সংবাদকর্মী।
যেখানেই ঘটে কোনো ঘটনা
আমরাই করি তার রটনা।
অন্যায় আর দূর্নীতির যতসব চিত্র
মোরা চিত্রশিল্পী আমজনতার মিত্র।
সংবাদকর্মী সমাজের দর্পণ
যেই দর্পণে ভেসে উঠে কার চরিত্র কেমন!
চারদিকে আজ হচ্ছে যুদ্ধ
তুমিও বীর সৈনিক হে সাংবাদিক।
সাংবাদিকের কলম মাথা নোয়াবার নয়
এই কলমের নিব দিয়ে বুলেট বের হয়।
কলমের ঠোঁটে সত্যের বীজ বোনে এক কলম সৈনিক
হাজারো সালাম তোমায় হে সত্যের দিশারী সংবাদকর্মী।