নিয়মিত যোগাযোগ হয়
হয় হৃদ আলাপন।
অনায়েসে ভেবে নিলেন
নিশ্চয়ই সে আপনার স্বজন।
হলেই হৃদ আলাপন, হয় না স্বজন
স্বজন নয়তো এত সহজ।
স্ত্রীও স্বামীকে মারার করে চিন্তন
ছেলেও মাকে মারে স্বার্থের প্রয়োজন।
বন্ধুত্ব নাকি হয় আত্মার বন্ধন
রক্তের চেয়ে কম নয় এই বন্ধন।
স্বার্থ হাসিল করতে একে অন্যকে মারে
এই দুনিয়ায় স্বজন চেনা খুবই কষ্ট বটে।
কাকে ভাবিব আপন
ঘরের ইঁদুর বেড়া কাটে যখন।
কাকের মাংস কাকে খাই
ভাইয়ের শত্রু আপন ভাই।
যাকে আমি স্বজন ভাবিতাম
তিলকে তাল বানাতে দেখিলাম।
একসাথে উঠাবসা, একসাথে ঘুম
সেই শ্বাসরুদ্ধ করে করেছে খুন।