ঢং ঢং ঢংগিলা
মনটা ভিষণ রংগিলা
মনের ঘরে বসত করে
কোনসে রঙের পঙ্খিরা?
এত রং কোথায় থাকে
নিস্তব্ধ হয়ে ভাবি
চারিদিকে চেয়ে দেখি
রঙেরই ছবি।
লোকজনের মনের রং দেখে
আমার মন হাঁকে
এবার একটা কবিতা লেখ
তাঁরই নিমিত্তে।
ভবের এই রঙের মেলায়
মেতে উঠৈছি রং খেলায়
রঙের ছড়াছড়ি মাখামাখি
সবে রঙের হোলি খেলি।