কী করে ভুলতে পার সেই মাকে
যেই মা তোমাকে গর্ভে নিয়েছে।
গর্ভে থেকে মাকে তুমি কী দিয়েছ?
কষ্ট ছাড়া কী আর কিছুই পেড়েছ?
প্রসবকালে দিয়েছ কতই না যন্ত্রনা
জন্মের পরে দুগ্ধ ছাড়া কিছুই খেতে পারতে না।
ছোট্ট কালে নিজ হাতে খেতে পারতে না
মা ছাড়া তোমার কাজের সঙ্গী কেউ ছিল না।
তবে কেন শুনি মায়ের বুক ভরা আর্তনাদ?
কেন শুনি মায়ের হৃদয় ভাঙ্গা কান্না?
তোমার দেওয়া কষ্ট মা সহ্য করতে পারে না।
কেন হবে বৃদ্ধাশ্রম? কেন হবে কুঁড়েঘর?
মায়ের একটু জায়গা কী তোমার রাজপ্রসাদে হয় না?
তোমার জন্য মায়ের জীবন করেছে উৎসর্গ।
বিনিময়ে তার জন্য তুমি কী করেছ?
মায়ের যতন করে না যেজন
বিজ্ঞ নয় অজ্ঞ সে, চিনল না মানিক রতন।