ধরেছি কলম লিখিব সত্য
লিখার পথে আসুক যতই বিঘ্ন ।
সত্যের সৈনিক মোরা কলম সৈনিক
লিখার কার্যে মোরা নিবিড় নির্জব।
অস্ত্র চালাতে শিখিনি মোরা
শিখেছি কলম চালাতে।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিব
যতদিন দেহে প্রাণ থাকিবে।
মোরা নির্ভীক, মোরা সত্যিকারের বীর
অন্যায়ের কাছে মোরা করিনা নতশির।
মোরা যোদ্ধা, মোরা কলম সৈনিক
মোরা শাসক শোষকদের করি প্রতিরোধ।
যেখানেই আছে ছদ্মবেশী লোক
তাদের বিরুদ্ধে কলম চলুক।
যতসব অন্যায়-অত্যাচার, নির্যাতন-নিপিড়ন
লিখিব মোরা দিয়ে এই কলম।