আমি জাগ্রত কবি
মানুষের বিবেক জাগ্রত করি,
আমি বিদ্রোহী কবি
অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলি।
আমি কবি
কবিতায় কথা বলি,
আমি যোদ্ধা
কলম দিয়েই যোদ্ধ করি।
আমি কবি
কবিতায় গান গায়,
নিপিড়ীত মানুষেরা আমার গানে
প্রতিবাদী কণ্ঠস্বর খুঁজে পায়।
আমি কারো শত্রু
আবার কারো জন্য ঘূর্ণিঝড়-সাইক্লোন,
আমি তাদের মিত্র
হয়েছে যারা প্রকৃতির বন্ধু।
আমি কবি জানি
সত্যেরও শত্রু আছে,
তবুও আমি সত্য লিখে
গণমানুষের পাশে থাকি।