কেউ মনে রাখেনি রাখবে বলে
কেউ ভুলতে ভুল করে নি সময়ের ব্যবধানে।
ছোট্ট কালের খেলার সাথী ভুলবেনা বলেও কথা রাখেনি।
স্কুলের যত প্রেম সেখানেই থেকে যায়
গন্ডি পেরিয়ে কলেজে না যায়।
কলেজের সব আত্মার বন্ধু বান্ধব
প্রয়োজনের তাগিদে আপন হয়েছিল।
কেউ মনে রাখেনি রাখবে বলে
কেউ কথা রাখেনি হাত ছুয়ে প্রতিজ্ঞা করে।
রাখেনি আমায় কেউ নিজের মত করে বুকের ভিতর
খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না!
প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খুঁজ রাখে না।
কেউ মনে রাখেনি রাখবে বলে
কেউ খুঁজে ফেরেনি হারিয়ে গেছি অজানা গন্তব্যে।
স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালবাসে না।
স্বার্থপরদের কর্মকান্ড রেখে দিয়েছি সব স্মৃতির অতলে।