জীবন তরী ভাসাইলাম অকুল সাগরে
কুল কিনারা খুঁজে পাই না দুই নয়নে।
আকাশে তাকিয়ে দেখি দিকের নাই শেষ
নীল দরিয়া পাড়ি দিতে নাই কোনো রেশ।
আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে গেছে
অন্ধকার ঘনিয়ে আসছে চারদিক থেকে।
বজ্রপাত, শিলাবৃষ্টি অঝোরে পড়ছে
জীবন তরী ভাসিতেছে উভয় সংকটে।
জীবন তরী ভাসিতেছে দিগন্তহীন সাগরে
কি করে পাড়ি দিব উদ্দেশ্যহীন গন্তব্যে।
জীবন মাঝি একাকার হয়ে দিশেহারা
কবে বেলা শেষ হবে ঘাটে পৌঁছাবে খেয়া।
কি আশায় ভাসাইলাম তরী, কোন কারণে?
অজানা গন্তব্যে মনমাঝি পাড়ি দিস নারে।
অপেক্ষার প্রহর গুনছি বেলা অবেলায়
আঁধার ঘরে একটুখানি মানিকের আশায়।