আমার ইচ্ছে গুলো হতো যদি
পাখির ডানার মতো।
ইচ্ছে মতো উড়তাম আমি
শঙ্খচিলের মতো।
স্বাধীন হয়ে উড়তাম আমি
নীল আকাশে।
কষ্টগুলো চাপা পড়তো
মেঘের আড়ালে।
আমার ইচ্ছে গুলো হতো যদি
মুক্ত পাখির মতো।
মুক্ত বাতাসে খুঁজে পেতাম
কল্পনার স্বপ্নটুকু।
বড্ড বেশি ইচ্ছে করে
উড়তে নিজের মতো করে।
সকল বাঁধা উপেক্ষা করে
পৌঁছাতে গন্তব্যস্থলে।