প্রাণের সাথে খাবারের সম্পর্ক
আর খাবারের সাথে কৃষকের ।
খাদ্য ছাড়া প্রাণী (মানুষ) বাঁচে না
কৃষক ছাড়া খাদ্য হয় না।
যত পেশার মানুষ আছে
কৃষকের ফলানো ফসল খেয়ে বেঁচে থাকে।
কৃষকের অবদান অনস্বীকার্য
তাঁরাই আমাদের প্রকৃত বন্ধু।
কৃষকেরা বৃষ্টিতে ভিজে ফসল বুনে
রৌদ্রে পুড়ে পরিচর্যা করে।
তাঁদের পরিশ্রমের ফল সরূপ
মাঠে সোনালী ফসল ফলে।
কৃষকদের অবহেলা করার সুযোগ নেই
যায় না তাদের অবজ্ঞা করা।
হতে পারো তুমি উচ্চ পদস্থ চাকরিজীবী
কৃষকের সাথে হয় না তুলনা।