নিজেকে করছি বারণ
আর হব না কভু কারো ক্ষতির কারণ।
শুধরে নিব নিজেকে
আর যাব না কভু ভুল পথে।
এ জীবনে করেছি যত অন্যায় অপরাধ
ক্ষমা চাই প্রভু দু'হাত তুলে করে দাও মাফ।
এই মর্মে আমি করছি প্রতিজ্ঞা
আর করব তোমার কাজে কোনো অবজ্ঞা।
আত্মা পরিশুদ্ধ করার মাধ্যম আত্মশুদ্ধি
আত্মশুদ্ধি নাজাত লাভের উৎকৃষ্ট মাধ্যম ।
করেছি আমি শাসন বারণ জুলুম নির্যাতন
আর করব না কোনো অন্যায় দয়াময় করো রহম।
ক্ষমতার লোভে পড়ে ভুলে গেছি নিজেকে
কোথায় হতে আসলাম আমি যাব কোথায় চলে।
এ জীবনে যা করেছি সবই মরিচীকার চাষ
মিথ্যা আশ্বাস আর ভুল বিশ্বাস করেছে সর্বনাশ।