চলো না সুজন আমরা দুজন হারিয়ে যাই
অচেনা অজানা এক রূপকথার দেশে।
যেখানে থাকবে না স্বার্থপর বেইমান
থাকব আমরা মিথোজীবী হয়ে।
চলো চলে যাই কোলাহল ছেড়ে
সবুজে ঘেরা অপরূপ অরণ্যে।
চলো হারিয়ে যাই শান্তির নগরীতে
দূর্নীতিবাজদের মগের মুল্লুক ছেড়ে।
চলো চলে যাই মানুষের নগরীতে
শতক্রোশ অন্বেষণ করিয়া মানুষ পেলাম নারে,
পাড়ি দিব শতশত যতক্ষণ না মানুষ পাব
মানুষ হয়ে মানুষ সাথে সহাবস্থান করিব।
চলো চলে যাই স্বপ্নের খোঁজে
কলুষিত সমাজ ও শহর ছেড়ে।
চলো মেতে উঠি আনন্দ উল্লাসে
উৎপুল্ল জীবন গড়ি সভ্য জাতির সংস্পর্শে।